‘ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায়’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সরকার গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ২০ জুলাই) সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবারের’ যৌথ উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার প্রতিশ্রুতি সময়ে নির্বাচন দেবে সেটিই আশা।’

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ।’

এসময় দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই-আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

এনএইচ