‘স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন তৈরি করে বিএনপি রাজনীতি করতে চায় না’

কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ
কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষ-বিপক্ষের বিভাজন তৈরি করে আওয়ামী লীগ রাজনীতি করেছে তবে, বিএনপি সেই একই ভাবধারায় যেতে চায় না। আজ (রোববার, ২০ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল-অভ্যুত্থানের অজানা অধ্যায়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যারা বিরোধ তৈরি করছে তারাই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শুধু রাজনীতির নয় চেতনারও মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের নামে যেন কেউ নতুন করে রাজনীতি করতে না পারে তেমন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে হবে।’

এ সময় শহিদদের প্রত্যাশা পূরণে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সেজু