রাকিবুল ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে আমরা আমাদের পূর্বঘোষিত সমাবেশ শাহবাগে স্থানান্তর করেছি।’ এসময় কোনো উস্কানিতে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ জানান রাকিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষকদের বিচারের বিষয়টি উপেক্ষা করে ডাকসু নির্বাচন কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে। তবে ছাত্রদল ডাকসু নির্বাচনকে ইতিবাচকভাবেই দেখছে।’
এদিকে, ছাত্রদলের এমন সদিচ্ছা ও সহযোগিতায় এনসিপির পক্ষ থেকে বিএনপি এবং ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।