মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন জামায়াত আমির। পরে তার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করানো হলে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত হয়।
আরও পড়ুন:
তিনি জানান, এ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। তবে জামায়াত আমির দেশে চিকিৎসা নেবেন, না কি বিদেশে যাবেন- সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান জামায়াত আমিরের পিএস।
এর আগে, গত ১৯ জুলাই বিকেলে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় জামায়াত আমির হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।