কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ: নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির জরুরি নির্দেশনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (রোববার, ৩ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে। এতে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে সমাবেশ উপলক্ষে একাধিক জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে—

* ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের শহিদ মিনারে অবস্থান করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা যাবে না।

* সকলকে পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পানির বোতল বা অন্যান্য ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

* অন্য ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনোরকম অসদাচরণ না ঘটে।

* পাশেই জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি থাকায় নিজেদের সুশৃঙ্খল ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

* প্রোগ্রাম চলাকালীন নীরব থেকে বক্তৃতা ও স্লোগানে সাড়া দেয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে অবস্থান বিন্যাসও নির্ধারণ করে দেয়া হয়েছে—

* স্টেজের সামনে ডান পাশে থাকবে ঢাকা মহানগর উত্তর ইউনিট।

* বাম পাশে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট।

* সর্ববামে অবস্থান নেবে ছাত্র ইউনিটের সদস্যরা।

* মহানগরের পেছনে থাকবে যুবশক্তি ও শ্রম উইং।

* উত্তরাঞ্চলের ৩৪ জেলার ইউনিট অবস্থান নেবে আইন ভবনের সামনের সড়কে।

* দক্ষিণাঞ্চলের ৩৪ জেলার ইউনিট থাকবে জগন্নাথ হল সড়কে।

দলটির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে সময়মতো উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ