জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমান আমন্ত্রিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেল ৫টায় সরকারি আয়োজনে অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন:

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৫ সদস্য অনুষ্ঠানে যোগ দেবেন। তারা হলেন-মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন:

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানান শায়রুল কবির খান।

সেজু