জনআকাঙ্ক্ষা পূরণ না হলে অন্তর্বর্তী সরকারকে ছেড়ে দেবে না জনগণ: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর | ছবি: সংগৃহীত
1

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা পূরণ না হলে অন্তর্বর্তী সরকারকে ছেড়ে দেবে না জনগণ। তিনি বলেন, ‘নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ ও লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।

এসময় জুলাই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের রেস ধরে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র পাঠকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে আলাপ আলোচনার মাধ্যমে সংশোধনের আহ্বান।’

তাই মূল ঘটনাকে এড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদের উল্লেখ না থাকায় সমালোচনা করেন।

সেজু