অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ধল্লা ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি
ধল্লা ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি | ছবি: এখন টিভি
0

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) ছাত্রদলের জেলা দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত রউফুল মুন্সি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাসিন্দা। তিনি রেজ্জাক মুন্সির পুত্র। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত রউফুল মুন্সিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের বহিষ্কারাদেশ |ছবি: সংগৃহীত

জানা গেছে, রউফুল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। সর্বশেষ, একজন তরুণী তাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করলে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় জেলা ছাত্রদল কঠোর পদক্ষেপ গ্রহণ করে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ