বিএনপি সরকার গঠন করলে পাহাড়ে উন্নয়নের জোয়ার আসবে: দীপেন দেওয়ান

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি
রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি | ছবি: এখন টিভি
0

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, ২০২৬ সালে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে আমাদের আর্থিক উন্নতিসহ অনেক কিছু উন্নত হবে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি পরবর্তী আলোচনা সভায় একথা বলেন তিনি।

দীপেন দেওয়ান বলেন, ‘২০২৬ সালে নির্বাচনের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু আর্থিক উন্নতিসহ অনেক কিছু উন্নত হবে— এটা আমি বিশ্বাস করি। বিএনপি সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন করা হবে। সেই উন্নয়নের স্টেকহোল্ডার আমরাই হবো। সেজন্য আমি অনুরোধ করবো, ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।’

তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধানের শীষ পেলেই যে আপনারা বিজয়ী হবেন, এইটা আমি কখনো-ই বিশ্বাস করি না। ধানের শীষ পেয়েও কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় আসতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে। ভৌগোলিক-রাজনৈতিক দিক হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপট স্পর্শকাতর। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এজন্য সবাইকে সর্বদা একত্রিত থাকতে হবে।’

আরও পড়ুন:

এসময় অন্য বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারীকে হাটিয়ে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কিন্তু আপনারা সেই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন। নির্বাচনই ঠিক করে দেবে জনগণ কার সঙ্গে থাকবে, কার সঙ্গে থাকবে না। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর সবকিছু ছেড়ে দেয়া হোক।’

সভায় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন— সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

এর আগে, বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে জেলার ডিসি অফিস সংলগ্ন নিউ মার্কেট এলাকায় সমবেত হতে থাকেন। পরে র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এসএইচ