এসময় তিনি বলেন, ‘কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে।’
তিনি বলেন, ‘সুতরাং ৭১ এর চেতনা ব্যবসা যেমন চলবে না, তেমনি জুলাই বিক্রি করে ব্যবসাও চলবে না। জনগণ এখন সচেতন, তারা কোনো চেতনা ব্যবসায়ীকে স্থান দেবে না।’
আরও পড়ুন:
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ বছর পর এ সম্মেলনে যোগ দিতে নেতাকর্মীরা এসেছেন জেলার প্রত্যন্ত গ্রাম থেকেও। নেতাকর্মীরা মিছিল নিয়ে, বাস, ট্রাক কিংবা ভ্যানে চড়ে সম্মেলনে এসেছেন।





