তিনি বলেন, ‘অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশবাসী দোয়া করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।’
আরও পড়ুন:
রিজভী আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে, যাতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। নিজের ফিরে আসার সময় নিজেই ঠিক করবেন। চিকিৎসা ও অন্যান্য বিষয় চিন্তা করে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।’





