জামায়াত সেক্রেটারি বলেন, ‘বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আইনশৃঙ্খলা বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যায়।’
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট যখন তফসিলমুখী, অপেক্ষা নির্বাচনের ক্ষণ গণনার, তখন ভোটের মাঠের প্রচারণায় এরই মধ্যে দলগুলোর মাঝে সংঘাত সহিংসতার মাত্রা বেড়েছে কয়েকগুন। নির্বাচনি প্রচারেও প্রতিপক্ষকে ঘায়েল করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এমন প্রেক্ষাপটে সঠিক সময়ে নির্বাচনের তফসিল এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনের কার্যক্রম জানতে কমিশনে গেলেন মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের ৬ সদস্যর প্রতিনিধি দল।
আরও পড়ুন:
একইদিন সকালে ইউরোপীয় ইউনিয়নের আট দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে বলে শঙ্কার কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা আমরা চাই না।’
তিনি বলেন, ‘জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে। জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম আমাদের কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে—তারাই ধর্মকে ব্যবহার করে।’
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।





