যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না, কী সংস্কার করতে হবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা সংস্কারের কথা বলছেন, তারা নিজেরাও জানে না, কোন সংস্কার করতে হবে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ‘৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘যারা সংস্কারের কথা বলছেন তারা শুধু একটাই জানে—যতদ্রুত সম্ভব এমন একটি সংস্কার করতে হবে, যা তাদের ক্ষমতায় পৌঁছে দেবে। এ ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যেই নিহিত।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এই কর্মশালার আয়োজন করেছে। চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন মির্জা আব্বাস এবং এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন:

কর্মশালার অংশ হিসেবে মির্জা আব্বাস নেতাকর্মীদের কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে, তা নিয়ে দিকনির্দেশনা দেন এবং চলমান সংস্কার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

ইএ