মির্জা আব্বাস বলেন, ‘যারা সংস্কারের কথা বলছেন তারা শুধু একটাই জানে—যতদ্রুত সম্ভব এমন একটি সংস্কার করতে হবে, যা তাদের ক্ষমতায় পৌঁছে দেবে। এ ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যেই নিহিত।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এই কর্মশালার আয়োজন করেছে। চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন মির্জা আব্বাস এবং এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন:
কর্মশালার অংশ হিসেবে মির্জা আব্বাস নেতাকর্মীদের কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে, তা নিয়ে দিকনির্দেশনা দেন এবং চলমান সংস্কার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।





