আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান আর দেশনেত্রী হবেন খালেদা জিয়া: টুকু

দোয়া মাহফিল অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু
দোয়া মাহফিল অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
0

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। বিএনপি ক্ষমতায় গেলে আগামীর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আর দেশনেত্রী হবেন খালেদা জিয়া। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ী চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘চরাঞ্চলের মানুষ খুব পরিশ্রমী। চরাঞ্চলের মানুষের ভোটে স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আমি নির্বাচিত হলে যমুনা ভাঙনরোধে বেরীবাধের কাজ প্রথম করবো।’

তিনি বলেন, ‘বিগত দিনে সাবেক সংসদ সদস্য মাহমুদুল হাসানের মতো টাঙ্গাইলে কেউ উন্নয়ন করেনি। আমি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস, মাদক থাকবে না। কিশোর গ্যাং থাকবে না। সকলকে নিয়ে শান্তির টাঙ্গাইল প্রতিষ্ঠা করবো।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিকসহ অন্যান্য নেতারা।

শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসএস