তফসিল ঘোষণার পরই হাদির ওপর হামলা নির্বাচনের জন্য অশনি সংকেত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনতিবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫-তম জন্মদিন উপলক্ষে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সন্ত্রাসমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’ আলোচনা সভায় মওলানা ভাসানীর জীবন ও কর্ম নিয়ে বক্তারা স্মৃতিচারণ করেন।

ভাসানীকে কিংবদন্তি রাজনীতিবিদ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়।’

এ সময়, নির্বাচনে জিতলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে, দলের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এএইচ