সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমান আজ নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন দীর্ঘ ১৭ বছর পর, কষ্টকর নির্বাসনের জীবন শেষে। আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমাণ তাকে একনজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা আজ ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন। ইনশাআল্লাহ, আমরা আশা করি এ মুহূর্তকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টার করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন বাধাগ্রস্ত করতে পারে। পারতপক্ষে নির্বাচনকে বানচাল করতে পারে, অবশ্যই সেটা দুঃস্বপ্ন। যারা এসব অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।’




