এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে কে কোন পদে আসবে বা কীভাবে সরকার গঠিত হবে, তা নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। পরে আমরা বিস্তারিত জানাবো। আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার, অর্থনীতি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই জোট হয়েছে।’
আরও পড়ুন:
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দাখিলের সময় ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচারণা শুরু ২২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত, এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।





