আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) চট্টগ্রামের একটি স্কুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার দেয়া গণতন্ত্রের মশাল নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশের রূপরেখা তৈরি করবে। যে নতুন বাংলাদেশে সবাই সমান, সবার সমান অধিকার, কেউ এককভাবে ক্ষমতাবান নয়, সবাইকে নিয়ে আগামীর রংধনু বাংলাদেশ গড়া হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা এমন এক মহিয়সী নারীকে হারিয়েছি, যিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। জীবনের মাত্র ২৫ শতাংশ সময় তিনি ক্ষমতায় ছিলেন, ৭৫ শতাশ সময় তিনি যুদ্ধ করেছেন দেশের জন্য। নিজের জীবন শপে দিয়েছেন স্বৈরাচার ও আধিপত্যবাদীদের সঙ্গে আপস করেননি। সেই আপসহীন নেত্রীর ছেলে আরেক আপসহীন নেতা তারেক জিয়া গণতন্ত্রের মশাল নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে।’





