আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকালে নয়া পল্টনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন শঙ্কার কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
এসময় নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয় এজন্য কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে, তার দায় তাকেই নিতে হবে।’
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে জানান তিনি। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেয়ার আহ্বানও জানান তিনি।





