আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন রাত ৮টায়

দশ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন
দশ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের বিষয়ে জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতাদের সংবাদ সম্মেলন আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) রাত ৮টায়। দুপুরে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবেই একসঙ্গে থাকবো বলে প্রত‍্যাশা করি। রাত ৮টায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।’

আরও পড়ুন:

মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে। রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো।’

এছাড়া ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএইচ