সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ ইমনের উইকেট হারায় বাংলাদেশ।
এরপর এনামুল বিজয়ের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন নাঈম শেখ। ৪০ রান করে নাঈম আর ৩৯ রান করে বিজয়ের আউটের পর জুটি বাধেন মাহিদুল অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান।
দু'জন মিলে গড়েন ২২৫ রানের পার্টনারশিপ। দু'জনই তুলে নেন সেঞ্চুরি। অঙ্কনের ব্যাটে আসে ১০৫ রান আর সোহান করেন ১১২ রান।
দুজনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভালো শুরু পায় নিউজল্যান্ড এ দলও। উদ্বোধনী জুটিতে সংগ্রহ করে ৫২ রান।
তবে ব্রেকথ্রু এনে দেন মোসাদ্দেক সৈকত। এরপর বোলারদের তোপের মুখে পড়ে প্রতিপক্ষের ব্যাটাররা। ব্যাটে ঝড় তোলা ডেইল ফিলিপসকে ব্যক্তিগত ৭৯ রানে ফেরান পেসার শরিফুল ইসলাম। স্কোরবোর্ডে আরও ১৭ রান যোগ করতে তিন উইকেট হারায় কিউইরা।
পরবর্তিতে বাংলাদেশি বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের আর কোনো সুযোগ না দিলে ৬২ রানের মধ্যেই বাকি ৩ উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান ক্লার্ক ৩৯ রান করে অপরাজিত থাকেন।