পাক-ভারত উত্তেজনায় বাংলাদেশ সফর বাতিল করতে পারে বিসিসিআই

বাংলাদেশ সফর বাতিল করতে পারে বিসিসিআই
বাংলাদেশ সফর বাতিল করতে পারে বিসিসিআই | ছবি: সংগৃহীত
0

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনে। এই দুই প্রতিবেশী দেশের সংঘাতে এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল। বাতিল হবার শঙ্কায় ২০২৫ সালের এশিয়া কাপ। এমনকি বাংলাদেশ সফরও বাতিল করতে পারে বিসিসিআই। এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার।

পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তান সংঘাতের আঁচ লাগতে শুরু করেছে খেলার মাঠে। এরই মধ্যে দুবাইয়ে সরিয়ে নেয়া হয়েছে পিএসএল। আর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।

পাকিস্তান সুপার লিগের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ায় ব্যস্ত হয়ে পড়ছে শারজাহ ও দুবাইয়ের ভেন্যু। এজন্য বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশের আরব-আমিরাত সফর।

আমিরাত সফর শেষে, চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকেও ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, ‘তারা চেষ্টা করবে সব খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নেয়া যায়। পাশাপাশি আমাদের বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে।’

আন্তঃসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোহলি-রোহিতদের বাংলাদেশ সফরও আটকে যেতে পারে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ভারতীয় দলের। এই সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন:

বিসিসিআই আগস্ট-সেপ্টেম্বরের উইন্ডোতেই বাকি আইপিএলের বাকি লিগ পর্বের ১২টিসহ মোট ১৬ ম্যাচ আয়োজন করতে চায়। এমনটাই দাবি টাইমস অফ ইন্ডিয়ার

এ ছাড়াও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক ভারত। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে।

সেজু