নারী বিশ্বকাপ: ভারতের পাশাপাশি ভেন্যু নির্ধারিত কলম্বোয়

নারী বিশ্বকাপ
নারী বিশ্বকাপ | ছবি: সংগৃহীত
0

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কে এসেছে বেশ কিছু তিক্ততা। কাশ্মীর হামলার জের ধরে দুই দেশের যুদ্ধের ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। এবার নারী ক্রিকেট বিশ্বকাপেও থাকছে সেই প্রভাব। আয়োজক ভারতের পাশাপাশি কলম্বোতে নির্ধারিত হয়েছে ভেন্যু।

কাশ্মীরে পেহেলগামের হামলার পর সাম্প্রতিক সময়ে উত্তপ্ত পরিস্থিতির শিকার দুই দেশ। যুদ্ধ যুদ্ধ খেলায় প্রভাব পড়েছে মাঠের খেলায়ও। সাম্প্রতিক যুদ্ধের রেশে সপ্তাহখানেক বন্ধ ছিল আইপিএল ও পিএসএল। যুদ্ধের ধারাবাহিকতায় নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবেনা পাকিস্তান এমনটা ছিল অনুমিতই।

সোমবার (২ জুন) আসন্ন বিশ্বকাপের ভেন্যু এবং গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে, মূল আয়োজক ভারতের সঙ্গে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার কলম্বোর নাম।

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্ট চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ৮ দলের অংশগ্রহণে ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোতে। চিন্নাস্বামী এবং প্রেমাদাসা ছাড়াও গুয়াহাটি স্টেডিয়াম, ইন্দোর স্টেডিয়াম এবং বিশাখাপত্তম হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরুতে। আসরের প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটিতে। তবে পাকিস্তান গ্রুপ পর্ব পেরোলে সেই খেলা চলে যাবে কলম্বোতে। ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। আর ফাইনাল দুই নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোতে।

সেজু