এই হারের মধ্য দিয়ে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। পুরো সিরিজের মতো এদিনও ব্যাট হাতে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।
সিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ আর শেরফেইন রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করেন। অলআউটের আগে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল ১৭০ রান।
জবাবে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের দৃঢ়তায় ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের ৩২, টিম ডেভিডের ৩০ এবং মিচেল ওয়েনের ৩৭ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দেয় তিন উইকেটের সহজ জয়। সেই সঙ্গে পুরো সফর অজিরা শেষ করেছে জয় দিয়েই।