টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ৬ আগস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দলের ফিটনেস ক্যাম্প। একই ভেন্যুতে ১৫ আগস্ট শুরু হবে স্কিল প্র্যাকটিস। পাঁচ দিনের প্রস্তুতি শেষে ২০ জুন দল যাবে সিলেটে।

নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। স্কোয়াডে থাকা নাঈম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান আছেন অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ 'এ' দলে। ক্যাম্প শুরুর পরদিনই তারা উড়াল দিবেন সেখানে। স্কোয়াডের বাকি সদস্যরাই প্রস্তুতি নিবেন ডাচ মিশনের জন্য।

এএইচ