৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের জয়

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ | ছবি: এএফপি
0

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল (রোববার, ১০ আগস্ট) রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের পাঁচ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিতলো ক্যারিবীয়রা।

২০১৯ বিশ্বকাপে নটিংহামে সাত উইকেটে জয়ের পর গতকালের আগে পর্যন্ত চারবার ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝে কনোটিতেই জিততে পারেনি তারা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।

ত্রিনিদাদের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। ডিএল মেথডে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ডের সৌজন্যে ১০ বল আগেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান নাওয়াজ। হুসাইন তালাত করেন ৩১ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে ৩ উইকেট নেন। ৪৯ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি ১ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন চেজ।

এসএস