দুপুর ২টায় শুরু হয় লিটন দাসদের অনুশীলন। এদিন প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেছেন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।
১৮ আগস্ট অনুশীলন শেষে সিলেট যাবেন ক্রিকেটাররা। একদিনের বিরতিতে ২০ আগস্ট লাক্কাতুরায় অনুশীলন করবেন টাইগাররা। গেলো সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্পে কোচিং স্টাফদের মধ্যে একমাত্র নাথান কেলিই ছিলেন দায়িত্বে।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। সিলেটে লিটন দাসদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা।