বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার একক আধিপত্যের শুরু হয়েছিল বব সিম্পসনের কোচিং দর্শনেই। ৮০ এবং ৯০ এর দশকে অ্যালান বোর্ডার এবং মার্ক টেইলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের কোচ ছিলেন সিম্পসন।
আরও পড়ুন:
কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে ১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপও এনে দিয়েছিলেন সিম্পসন। সেইসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন এক প্রজন্ম গড়ে উঠেছিল তার হাত ধরেই।
কোচ সিম্পসন দারুণভাবে সফল ছিলেন খেলোয়াড়ি জীবনেও। অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপে খেলেছেন ৬২ টেস্ট ম্যাচ, করেছেন ৪ হাজার ৮৬৯ রান। সেইসঙ্গে ছিল ৭১ উইকেটও। কিংবদন্তি এই ক্রিকেটার ও কোচের প্রয়াণে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।