আইপিএলে পুরো সময় খেলতে পারবেন না জশ ইংলিশ

ক্রিকেটার জশ ইংলিশ
ক্রিকেটার জশ ইংলিশ | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ নিশ্চিত করেছেন, আইপিএলে পুরো সময় খেলতে পারবেন না তিনি। এপ্রিলের শুরুতে তার বিবাহের কারণে লখনৌ সুপার জায়ান্টস এই সময়টাতে এ অজি ব্যাটার।

আইপিএলের মিনি নিলামে এবার ইংলিশকে ৮ কোটি ৬ লাখ রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। তিনি যে পুরো আসর খেলতে পারবেন না তা নিলামের আগেই জানিয়েছিলেন রিকি পন্টিং।

আরও পড়ুন:

এবার সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিলেন ইংলিশ নিজেই। লখনৌয়ের দলে যোগ দেয়ার মাধ্যমে ইংলিশ আবারও কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। এর আগে তারা একসঙ্গে পার্থ স্করচার্সে কাজ করেছেন।

এফএস