সিলেট টাইটান্সে যোগ দিলেন মোহাম্মদ আমির; প্রস্তুতিতে পিছিয়ে চট্টগ্রাম রয়্যালস

অনুশীলন করছেন দুই দলের ক্রিকেটাররা
অনুশীলন করছেন দুই দলের ক্রিকেটাররা | ছবি: এখন টিভি
0

সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন পাকিস্তানী তারকা পেসার মোহাম্মদ আমির। প্রথমবার দলের সঙ্গে অনুশীলন শেষে জানালেন, দলের জন্য নিজেকে উড়াজ করে দিতে চান তিনি। এদিকে, আসর শুরুর আগে প্রথমবার অনুশীলন সেরেছে চট্টগ্রাম রয়্যালসও। তবে বিদেশিদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা আর অনুশীলনে দেরি হওয়ায়, কিছুটা ব্যাকফুটেই আছে দলটি।

নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় দিনের অনুশীলনে টাইটান্স। পাকিস্তানী তারকা পেসার মোহাম্মদ আমিরের যোগদানে বাড়তি উচ্ছ্বাস স্বাগতিক শিবিরে। সতীর্থরা দ্রুতই আপন করে নিয়েছেন তাকে।

টিমমেটদের আন্তরিকতায় মুগ্ধ মোহাম্মদ আমির। জানালেন, দলের জন্য উজাড় করে দেবেন নিজেকে।

এদিকে, আমিরসহ তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে নিজেদের শিরোপার অন্যতম দাবিদার মনে করছেন টাইটান্স ক্রিকেটাররাও।

সিলেট টাইটানন্স বোলার এবাদত হোসেন বলেন, ‘ভালো যেহেতু আমির ভাই আছেন। আমি খালেদ শহিদুল সবাই আছে। তারা সবাই পারফর্মার। আল্লাহ যদি চায় মাঠে ভালো পারফর্ম করি তাহলে ভালো কিছুই হবে।’

আরও পড়ুন:

এদিন, সিলেটে অনুশীলন সেরেছে চট্টগ্রাম রয়্যালসও। আসর শুরুর মাত্র তিনদিন আগে অনুশীলন শুরু করায়, অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন বলে মানছেন দলটির ব্যাটিং কোচ।

চট্টগ্রাম রয়্যালস মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান বলেন, ‘সবার শেষে আমরা প্র্যাকটিসে নেমেছি। কারণ আমরা ফুল গেয়ারে নামতে চেয়েছি। টিম ম্যানেজমেন্ট পুরো টিমকে খুশি করে প্র্যাকটিসে নেমেছি। যদিও পুরোটিম এক হয়নি। ফরেন প্লেয়াররা এখনো জয়েন করেনি। আমার মনে হয় প্র্যাকটিস সেশন আজকে ভালো হয়েছে।’

জানা গেছে, এরইমধ্যে প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সিলেটে এবারও জমে ওঠার অপেক্ষায় বিপিএলের লড়াই।

এফএস