ম্যাচ শেষে মাঠেই কোচ জ্যাকির প্রথম জানাজা অনুষ্ঠিত

কোচ মাহবুব আলী জ্যাকি
কোচ মাহবুব আলী জ্যাকি | ছবি : সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির প্রথম জানাজা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মাঠের ক্রিকেটে ব্যস্ত জ্যাকিকে মাঠ থেকেই চিরবিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট।

আল-হারামাইন হাসপাতাল থেকে তার লাশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আনা হয়। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিপিএলে দিনের প্রথম ম্যাচের পর বাউন্ডারি লাইনের পাশেই তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জ্যাকির দীর্ঘদিনের শিষ্যরা।

সেইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমান মিঠুসহ আরও অনেকেই তার জানাজায় শরিক হন। এর আগে, মাহবুব আলী জ্যাকির অনুপস্থিতিতে তার পরিবারের পাশে থাকার ঘোষণা দেয় ঢাকা ক্যাপিটালস।

আরও পড়ুন:

উল্লেখ্য, আজ বিপিএলের দ্বিতীয় দিনে ম্যাচ শুরুর আগেই হার্ট অ্যাটাকে মারা যান কোচ জ্যাকি। দলের ওয়ার্মআপ সেশনের সময়েই হার্ট অ্যাটাক করেন তিনি।

এসময় মাঠেই তাকে জরুরিভিত্তিতে সিপিআর দেয়া হয়। এরপর জ্যাকিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফেরানো যায়নি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ কোচ মাহবুব আলী জ্যাকি। তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরেই। ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। কাজ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদদের মতো তারকাদের সঙ্গেও।

এসএইচ