বিগ ব্যাশে ধারাবাহিক রিশাদ; ভক্তদের মনে আশার আলো

হোবার্ট হেরিকেন্সের জার্সিতে রিশাদ হোসেন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে চলেছেন। সুদূর অস্ট্রেলিয়াতেও তার হাতের ঘুর্ণিতে কুপোকাত হচ্ছেন বিশ্বমঞ্চে নামকরা ব্যাটাররা। ধারবাহিক পারফরম্যান্সে নিজেকে নিচ্ছেন অন্য মাত্রায়। তার এমন ধারাবাহিকতা নিঃসন্দেহে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে আশার আলো সঞ্চার করবে। সেইসঙ্গে জাতীয় দলে তার এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার প্রেরণা তো থাকছেই।

রিশাদ যেন নতুন করে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের পরিচয় তুলে ধরছেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সে নজড় কাড়ছেন ক্রিকেট বিশ্বের। ধারালো লেগ স্পিন, নিয়ন্ত্রিত লাইন-লেন্থ আর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে আলো ছড়াচ্ছেন পুরো লিগে।

আরও পড়ুন:

ম্যাচের পর ম্যাচ রিশাদের পারফরম্যান্সে স্পষ্ট ধারাবাহিকতা। মাঝের ওভারগুলোতে ব্রেকথ্রু এনে দিচ্ছেন দলকে, নিয়ন্ত্রণে রাখছেন রান। বড় শট খেলতে গিয়ে একের পর এক ব্যাটসম্যান পড়ছেন তার ফাঁদে। বৈচিত্র্য, সাহস আর আত্মবিশ্বাস সব মিলিয়ে রিশাদ হয়ে উঠছেন দলের নির্ভরতার নাম।

চলতি আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে ৮ ম্যাচে ২০ দশমিক ৮১ গড়ে ৭ দশমিক ৬৩ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট।

বিগ ব্যাশের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এমন ধারাবাহিক পারফরম্যান্স শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় বার্তা। রিশাদ হোসেন যেন প্রমাণ করছেন বিশ্বমঞ্চে বাংলাদেশি স্পিনারদের জায়গা করে নেয়ার সময় এখনই।

এসএইচ