এরপর টটেনহামের উপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায় অল রেডরা। এরপর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার ম্যাক অ্যালিস্টারের গোলে উৎসবে মাতে অ্যানফিল্ড।
মোহাম্মদ সালাহদের একের পর এক গোলে অ্যানফিল্ডের আনন্দ উৎসব রূপান্তরিত হয় আনন্দ সমুদ্রে। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ শিরোপা জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসালো অল রেডরা।
বিশটি লিগ শিরোপা জিতে এতদিন এককভাবে শীর্ষে ছিল ম্যানইউ। আর প্রথম ডাচ ক্যাপ্টেন হিসেবে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে রেকর্ডবুকে নাম তুলেছেন ভার্জিল ভ্যান ডাইকও।