চার ম্যাচ থাকতেই লিভারপুলের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা

উদযাপনে লিভারপুলের খেলোয়াড়রা
উদযাপনে লিভারপুলের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

টটেনহামকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিভারপুল। ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে আর্নে স্লটের দল। ডমিনিক সোলাঙ্কির গোলে লিড নেয় টটেনহাম। তবে টটেনহামের আনন্দের রেশ বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরেই লুইজ দিয়াজের গোলে সমতায় ফেরে লিভারপুল।

এরপর টটেনহামের উপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায় অল রেডরা। এরপর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার ম্যাক অ্যালিস্টারের গোলে উৎসবে মাতে অ্যানফিল্ড।

মোহাম্মদ সালাহদের একের পর এক গোলে অ্যানফিল্ডের আনন্দ উৎসব রূপান্তরিত হয় আনন্দ সমুদ্রে। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ শিরোপা জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসালো অল রেডরা।

বিশটি লিগ শিরোপা জিতে এতদিন এককভাবে শীর্ষে ছিল ম্যানইউ। আর প্রথম ডাচ ক্যাপ্টেন হিসেবে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে রেকর্ডবুকে নাম তুলেছেন ভার্জিল ভ্যান ডাইকও।

সেজু