যশোরে ‘বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদযাপন

যশোরে জাতীয় গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উদযাপন
যশোরে জাতীয় গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উদযাপন | ছবি: সংগৃহীত
0

যশোরে উদযাপিত হয়েছে জাতীয় গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ। আজ (শুক্রবার, ২৩ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে এ উপলক্ষে ৫৭০ জন শিশু ফুটবলারদের নিয়ে দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা।

যশোরে বাফুফের আয়োজনে গ্রাসরুটস ফুটবল ডে অর্থাৎ তৃণমূলের ফুটবল দিবসটি এবার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে ফুটবলারদের নিয়ে পালন করলো বাফুফে। যশোর শহরতলীর হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন।

তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশের ফুটবলে অনেকে অনেকভাবে কাজ করছিল। তাদের জন্যেই ফুটবল দাঁড়িয়ে ছিল। বিকেএসপির বাইরে যশোর শাসম উল হুদা একাডেমি ফুটবল নিয়ে কাজ করছে। তারা ৮ বছর বয়স থেকে ফুটবলার তৈরি করছে। খেলায় আমরা হারতেও পারি জিততেও পারি। কিন্তু খেলার পাইপলাইন ঠিক না থাকলে কোনো সিস্টেম থাকবে না।  আজ ৮ থেকে ১৪ বছর বয়সী ৫০০ জনেরও বেশি গ্রাসরুটস ফুটবলার অংশগ্রহণ করছে।’

তিনি আরো বলেন, ‘আর্জেটিনার বাংলাদেশ একটা লিখিত চুক্তি আছে। বাংলাদেশের আর্জেটিনার ভক্তদের সঙ্গে তাদের আত্মার সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের প্রান্তিক লেবেল পর্যন্ত এসছি ফুটবলারদের দেখতে।’ 

প্রত্যন্ত অঞ্চলের একটি একাডেমি ৫৭০ জন ৮ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ফুটবলারদের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করলেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। বাংলাদেশে বিপুল সমর্থকের কথা উল্লেখ করে জানালেন, বাংলাদেশের ফুটবলের জন্য আর্জেন্টিনার সহায়তার কথা।

গ্রাসরুটস ফুটবল ডে উদযাপন উপলক্ষে শামস-উল-হুদা একাডেমির ১০টি মাঠে ১০ যোগ ১০ করে ২০ মিনিটের সেভেন-এ সাইড এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

খুলনা বিভাগের বিভিন্ন জেলার ১৫টি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ৫৭০ জন ক্ষুদে ফুটবলাররা খেলায় অংশ নেয়, এর মধ্যে ১৬ জন ছিল বিশেষায়িত শিশু। 

তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্দেশে এ আয়োজন বলে জানালেন বাফুফের সহ-সভাপতি ও যশোর শাসম-উল-হুদা ফুটবল একাডেমি চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি মহুল।

গ্রাসরুটস ফুটবল ডে এ বছর যথাযথভাবে তৃণমূল পর্যায়ে পালিত হয়ে প্রত্যন্ত অঞ্চলের ফুটবলারদের উৎসাহিত করেছে বলে অভিমত যশোরের ক্রীড়ামোদীদের।

এসএইচ