বার্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচের আবেগঘন বিদায়

বিদায় আনচেলত্তি ও মদ্রিচের
বিদায় আনচেলত্তি ও মদ্রিচের | ছবি: সংগৃহীত
0

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েই সান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানালেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলেত্তি এবং অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ। লিগের শেষ ম্যাচ সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জিতে তাদের বিদায় রাঙিয়েছে লস ব্ল্যাঙ্কোরা।

ম্যাচের শেষদিকে বদলি হিসেবে উঠে যাবারসময় গার্ড অফ অনার পান মদ্রিচ। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই মাঝমাঠের প্রাণ হয়ে উঠেন এই মিডফিল্ডার।

দলটির জার্সি গায়ে ৫৯১ ম্যাচ খেলে ছয়টি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ জিতেছেন ২৮ শিরোপা। ১৩ বছরের যাত্রা অবশ্য শেষ হয়নি এখনো, ক্লাব বিশ্বকাপ খেলার পর দল ছাড়বেন ক্রোয়াট তারকা।

একই মঞ্চে বিদায় নিয়েছেন লস ব্ল্যাঙ্কোদের ১২৩ বছরের ইতিহাসের সফলতম কোচ আনচেলেত্তি।

দুই দফায় ক্লাবের হয়ে জিতেছেন ১৫ শিরোপা, যার মাঝে আছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ।

নতুন অভিযানে যাচ্ছেন ৬৫ বছর বয়সী আনচেলেত্তি। ব্রাজিলকে কক্ষপথে ফেরানোর গুরুদায়িত্ব পড়েছে তার কাঁধে।

সেজু