সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগিজ তারকা দিয়েগো জোটা

পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
পর্তুগিজ তারকা দিয়েগো জোতা | ছবি: সংগৃহীত
0

লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটা স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিশ্চিত করেছেন স্প্যানিশ গণমাধ্যম মার্কা। ছুটিতে স্পেনে বেড়াতে গিয়েছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। দুর্ঘটনার সময় তার সঙ্গে তার ভাই আন্দ্রেও ছিল বলে জানিয়েছে গণমাধ্যম।

এসময় তিনিও মারা গেছেন। মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কারদোসোকে বিয়ে করেন জোটা। ক্লাব ফুটবল মৌসুমের বিরতি থাকায় স্পেনে বেড়াতে গিয়েছিলেন হোতা। যে গাড়িতে তারা ঘুরতে বেরিয়েছিলেন দুর্ঘটনায় সেটি পুড়ে যায়।

এসময় তাকে ও তার ভাইকে মৃত উদ্ধার করে স্থানীয় পুলিশ। লিভারপুলের হয়ে ১২৩ ও পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন হোতা।

সেজু