বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের ১ম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে দামাল কন্যারা।
প্রথম ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পেলেও, দ্বিতীয় ম্যাচেই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন আফঈদারা। এবার প্রতিপক্ষ আসরে শিরোপার অন্যতম দাবিদার নেপাল। হিমালয় কন্যাদের বিপক্ষেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান বাংলার কন্যারা।
প্রথমদিন ভারী মাঠে খেলা হওয়ায় শনিবার প্র্যাকটিস সেশন রাখেনি বাংলাদেশ। রিকভারি সেশন দিয়েই দিন পার করেছে মেয়েরা। নেপাল ম্যাচকে সামনে রেখে আছে বিশেষ পরিকল্পনা।
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘কোচের যে নির্দেশনা থাকবে আমরা সেভাবেই খেলার চেষ্টা করবো। সামনের ম্যাচের টার্গেট আমাদের জিতার ট্রাই করা। এই টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন ধারাবাহিকতা ধরে রাখতে হবে যেভাবেই হোক।’
প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের পাসিং একুরেসি, কৌশলগত খেলার মান ও বল পজিশনিং ছিল চোখে পড়ার মতো। সাগরিকা, শিখা, স্বপ্নাদের নিয়ে এবার নেপাল বধের স্বপ্নে বিভোর কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে জয় দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় স্বাগতিকরা।
ভারত না থাকায় ৪ দলের টুর্নামেন্ট এবার হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তির ঝুলিটা অনেকটাই পরিপূর্ণ। এখন পর্যন্ত ৫ আসরের ৪ টিতেই চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। এবারও লক্ষ্য একটাই, অনূর্ধ্ব-২০ দক্ষিণ এশিয়ার শিরোপা ধরে রাখা।