নারী ফুটবলে দলবদলের বিশ্বরেকর্ড গড়লেন অলিভিয়া স্মিথ

আর্সেনালের জার্সিতে অলিভিয়া স্মিথ
আর্সেনালের জার্সিতে অলিভিয়া স্মিথ | ছবি: সংগৃহীত
0

নারী ফুটবলে দলবদলের বিশ্বরেকর্ড গড়লেন ২০ বছর বয়সী কানাডিয়ান ফুটবলার অলিভিয়া স্মিথ। বাংলাদেশি টাকায় ১৬ কোটির বেশি দামে লিভারপুলের এ ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে আর্সেনাল।

বাংলাদেশি টাকায় নাওমির মূল্য দাঁড়িয়েছিল সাড়ে চৌদ্দ কোটি টাকা। এবার বড় অঙ্কের ব্যবধানে নাওমিকে টপকে গেলেন অলিভিয়া। ২০২৩ সালে পেশাদার ফুটবলে পা রাখেন অলিভিয়া স্মিথ। 

এরপর গত বছর যোগ দিয়েছিলেন লিভারপুলে। অলরেডদের জার্সিতে ২৫ ম্যাচে ৯ গোল করে রেকর্ডও গড়েন তিনি। স্বীকৃতি স্বরুপ মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। 

এরপর থেকেই মূলত বড় ক্লাবগুলো আগ্রহী হয়ে ওঠে অলিভিয়াকে নিয়ে। শেষ পর্যন্ত রেকর্ড দামে আর্সেনালে নিজের গন্তব্য খুঁজে নেন অলিভিয়া স্মিথ।

এর আগে, দলবদলের ইতিহাসে সবচেয়ে বেশি দামের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের নাওমি গিরমার দখলে। ৯ লাখ পাউন্ডে মার্কিন ফুটবলার নাওমিকে কিনেছিল চেলসি। 

এসএইচ