বিগত ১ মাস ধরেই এ উইঙ্গারকে দলে নিতে আগ্রহী ছিল বায়ার্ন। যদিও লিভারপুলের পক্ষ থেকে বারবারই দলবদলের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত নিজেদের চেষ্টায় সফল হলো জার্মান জায়ান্টরা। ৭৫ মিলিয়ন ইউরোতে বাভারিয়ান ক্লাবটিতে যাচ্ছেন লুইস দিয়াজ। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দলবদলের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
লিভারপুলের হয়ে সবশেষ মৌসুমেও দিয়াজ করেছেন ১৭ গোল। সবমিলিয়ে অলরেডদের জার্সিতে ১৪৮ ম্যাচে ৪১ গোল আছে তার। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপসহ সম্ভাব্য সব ঘরোয়া শিরোপা।