চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিতে বাংলাদেশের বাছাইপর্বের লড়াই শুরু ৬ আগস্ট থেকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ৪ দিন আগে লাওসে গিয়ে প্রস্তুতি নিবেন লাল সবুজের প্রতিনিধিরা।
এর আগে দেশের মাটিতে নিয়মিত অনুশীলনের মধ্যে ছিলেন নারী ফুটবলাররা। বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
এরপর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা। অধিনায়ক আফঈদা খন্দকারসহ জাতীয় দলের ৯ ফুটবলার আছেন অনূর্ধ্ব-২০ দলে।
৩৩ দলের বাছাইপর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় আসরের মূল পর্বে। গুপের সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট।