উদ্বোধনী দিনে ইপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ বোর্নমাউথ। সবশেষ মৌসুমে অলরেডদের একক আধিপত্য থাকলেও কমে এসেছিল গোল সংখ্যা।
মৌসুমজুড়ে গোলের সুযোগ নষ্ট হয়েছিল ১ হাজার ২০১টি। নতুন মৌসুমে দুর্বলতা দূর করতে ইংলিশ ক্লাবগুলো খরচ করেছে ২০০ কোটি ইউরোরও বেশি।
যার অধিকাংশই গেছে আক্রমণভাগের ফুটবলার কিনতে। অন্যদিকে লা লিগার প্রথম ম্যাচে জিরানোর প্রতিপক্ষ রায়ো ভায়োকানো, অন্যদিকে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেই নামবে রেঁনের বিপক্ষে।