কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে— এমনই অবস্থা হয়েছে ভারতের। ফুটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে তুলকালাম অবস্থা করেছে দেশটির আয়োজকরা।
মাঠে বোতল, চেয়ার ছোড়াসহ সল্টলেক স্টেডিয়ামের ভিতরে দর্শকদের ভাঙচুর। সবশেষ বিমানবন্দর থেকে আটক আয়োজক শতদ্রু দত্ত। পরপর এসব ঘটনার পরিপেক্ষিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ভারত ট্যুর বাতিল করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার শঙ্কা করেছিলেন অনেকেই। তবে কলকাতায় প্রথম দিনের অনাকাঙ্খিত ঘটনার পরও বাতিল হয়নি মেসির ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরের’ বাকি দুদিনের কর্মসূচি।
রাতে হায়দ্রাবাদে আনুষ্ঠানিকতা বেশ উল্লাসের সঙ্গে শেষ করেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। বিভিন্ন পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ দিতে ভোলেননি এলএমটেন।
তার সফরের দ্বিতীয় দিনে নতুন সাজে ভারতের মুম্বাই শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে স্টেডিয়ামের ভেতরে পানির বোতল, ধাতব বস্তু, কয়েনসহ বিভিন্ন জিনিস নিয়ে প্রবেশও নিষিদ্ধ। পাশাপাশি দর্শকদের ওপর নজর রাখা হচ্ছে ওয়াচটাওয়ার থেকে।
আরও পড়ুন:
দুপুর সাড়ে ৩টায় ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশ নেবেন বিশ্ব ফুটবলের জাদুকর। শোনা যাচ্ছে, সেখানে মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকর।
এরপর বিকেল ৪টায় খ্যাতনামা ব্যক্তিদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর হাজির থাকার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে মেসি নিজে ফুটবল খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিকেল ৫টায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তাকে সংবর্ধনা দেয়া ছাড়াও একটি চ্যারিটি ফ্যাশন শো আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।
জন আব্রাহাম, করিনা কাপুর খান, জ্যাকি শ্রফসহ বলিউডের অনেক তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিও হাজির থাকতে পারেন এ অনুষ্ঠানে।
ওয়াংখেড়েতে ৬০ জন খুদে ফুটবলারের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন মেসি। এর মধ্য দিয়ে মুম্বাই বিদায় জানাবেন বিশ্বফুটবলের মহাতারকাকে।





