আগামীকাল দেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

ফুটবল বিশ্বকাপের ট্রফি
ফুটবল বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
1

চার বছর পর আবারও বিশ্বকাপের উত্তেজনায় পুরো বিশ্ব। মূল আসর শুরুর আগে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে ১৫০ দিনেরও বেশি সময় ধরে ভ্রমণ করবে সোনায় মোড়ানো ট্রফিটি। তারই অংশ হিসেবে আগামীকাল (বুধবার, ১৪ জানুয়ারি) ট্রফি আসছে বাংলাদেশেও।

ফিফা ফুটবল | ছবি: সংগৃহীত

ভারতে তিনদিনের ভ্রমণ শেষে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপ ট্রফিটির। এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হবে ট্রফিটি।

আরও পড়ুন:

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফির আগমন ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও সরাসরি ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন না বেশিরভাগ সমর্থক। তবে দেশের ফুটবলের অভিভাবক বাফুফেকে দেয়া হয়েছে দাওয়াত পত্র।

তবে ফুটবল ফেডারেশন নয় বরং কোকাকোলার তদারকিতে এবার বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। অবশ্য তা নিয়ে আয়োজকদের নেই তেমন কোনো সাড়াশব্দ।

ইএ