কোপা দেল রে: আলবাসেতের বিপক্ষে হেরে ছিটকে গেলো রিয়াল

আলবাসেতের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত
আলবাসেতের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

স্পেনের কোপা দেল রেতে বড় অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে ৩–২ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই এমন হতাশাজনক পরাজয়। ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও কার্যকর আক্রমণের অভাবে পিছিয়ে পড়ে রিয়াল।

আরও পড়ুন:

শেষ দিকে নাটকীয়ভাবে দু’বার সমতায় ফিরলেও যোগ করা সময়ে জেফতে বেতানকোরের জোড়া গোলে ইতিহাস গড়ে আলবাসেতে।

ম্যাচ শেষে দায় স্বীকার করে আরবেলোয়া বলেন, এ হারের সম্পূর্ণ দায়িত্ব তার। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন নতুন কোচ।

এফএস