জাপানের রাজধানী টোকিওর ঐতিহাসিক কারাকোয়েন হলে জুনিয়র লাইটওয়েট ডিভিশনের ম্যাচে ইয়ামাতো হাতোর বিপক্ষে রিংয়ে নেমেছিলেন শিগেতোশি কোতারি।
১২ রাউন্ড শেষে রিংয়েই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেয়া হয়। ব্রেইন হেমোরেজের সঙ্গে দুই দিনের লড়াই শেষে মারা যান কোতারি।
আরও পড়ুন:
এ ঘটনার দুই দিন পরই একই প্রতিযোগিতায় মারা যান হিরোমাসা উরাকাওয়া। ফেদারওয়েট ডিভিশনের ম্যাচে ১২ রাউন্ড শেষে অচেতন হয়ে পড়েন তিনি।
তাকেও হাসপাতালে নিয়ে বাঁচানো সম্ভব হয়নি। পরপর ঘটে যাওয়া এ দুই মৃত্যুতে বক্সিংয়ের দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।