সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। গত সপ্তাহের মতো আজকেও কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। ঢেঁড়স বাদে ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
এদিকে কেজিতে ২০ টাকা বেড়ে বেগুন ছুঁয়েছে ৮০ টাকার ঘরে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০, পটল ৪৫, চিচিঙ্গা ৫০, কাঁচা মরিচ ২০০, পাঁচ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০, চিচিঙ্গা ৫০, গাজর-শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে এসে সাধারণ ক্রেতারা দাম নিয়েও পড়ে কিছুটা বিপাকে। প্রয়োজনের তুলনায় তাই কাটছাঁট করছেন সদাইয়ের ফর্দতে। বলছেন, পিয়াজ আদা-রসুনের দাম তুলনামূলক সহনীয় থাকলেও বেড়েছে সবধরনের সবজির দাম।
বিক্রেতারা বলেছেন বৈরী আবহাওয়ায় কমেছে সবজির সরবরাহ তাই দাম বেশি। সপ্তাহ খানেক পরে সরবরাহ বাড়ার আশা করছেন বিক্রেতারা।