বেনাপোলে সুমন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম গ্রেপ্তার
হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম গ্রেপ্তার | ছবি: এখন টিভি
0

যশোরের বেনাপোল সীমান্তে সুমন হোসেন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১২ মে) সকালে বেনাপোলের বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি জহিরুল ইসলাম বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। এর আগে সুমন হত্যার ঘটনায় গত ১১ মে নিহতের পিতা বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় মামলা দায়ের করে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানায়, গত ৯ মে সুমন হোসেনকে বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে জহিরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে জমি বন্ধকের পাওনা ৬০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার পরিবারের সদস্যরা সুমনকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কতর্ব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সুমনের পিতা বাদী হয়ে ৬ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বেনাপোল পোট থানা পুলিশ একদিন পর সুমনকে গ্রেপ্তার করে।

এএইচ