এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে নদীতে প্রচণ্ড ঢেউ ও নদী অশান্ত হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী জানান, নদীতে প্রবল ঢেউয়ের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিকেল সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সন্ধ্যা সাড়ে সাতটায় ফেরি চলাচল আবার শুরু করা হয়।
এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।