সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

বজ্রপাতের ছবি
বজ্রপাতের ছবি | ছবি: সংগৃহীত
1

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩১ মে) দুপুরে উপজেলার মুগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আয়েশা আক্তার। এসময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত তার বসতভিটায় যাওয়ার পথে বাড়ির প্রাঙ্গণে হঠাৎ বজ্রপাতে মারা যান।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘গোসল শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ