নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম ও ফারজানা বেগম। তাদের মরদেহ দুর্ঘটনার স্থানে পানির নিচে ডুবে থাকা সিএনজির ভেতর থেকেই উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন তারা।
এর আগে দুর্ঘটনার পরই উদ্ধার হন কামাল হোসেন ও সাগর হোসেন। তাঁরা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঢাকার উদ্দেশে নবীনগরে ফিরছিলেন তারা। ভোরে বিশনন্দী ফেরিঘাটে এসে সিএনজিসহ একটি ফেরিতে ওঠেন তারা। ফেরিটি ছাড়ার সময় সামান্য কাত হয়ে গেলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ফেরিতে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার ফায়ার ষ্টেশন ইনচার্জ রবিউল হাসান বলেন, ‘ঘটনার পর থেকে উদ্ধার কাজ চালিয়ে বিকেল ৬টার দিকে সিএনজিসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা সিএনজির ভেতরেই আটকে ছিলেন।’